পোস্টগুলি

ডিগবাজি সাহেবের ইচ্ছাপূরণ

রাতে ডিগবাজি সাহেব বিছানায় শুয়ে আছেন । ঘুম আসছে না । স্ত্রীর জন্য অনেকক্ষণ হল অপেক্ষা করছেন । তিনিও আসছেন না । ক ' দিন হল একটু অন্যরকম আচরণ করছেন ডিগবাজি সাহেব ।   স্ত্রীর কণ্ঠ ভেসে এলো , কাল সকালে কি খাবে । কণ্ঠে মধু নেই । আবার ঝাঁঝ যে আছে তাও বলা যাবে না ।   ডিগবাজি সাহেব চিন্তায় পড়ে গেলেন সকালে কি খাওয়া যায় । জবাব না পেয়ে স্ত্রী বেডরুমেই চলে এলেন ।   ডিগবাজি সাহেব আর তার স্ত্রীর পরিচয়টা দিয়ে নেয়া দরকার ।   ডিগবাজি সাহেব খুব নীতিবান মানুষ । কেন যে বাবা তার নাম ডিগবাজি রেখেছিলেন তা কেউ নিশ্চিত করে বলতে পারে না । তার স্ত্রী অবশ্য মনে করে শিশুবয়সে   স্বামী ডিগবাজি দিতে খুব পছন্দ করতেন । ডিগবাজি দেয়া চাট্টিখানি কথা নয় । সবাই এটা   ঠিকমত পারে না । ছেলের ডিগবাজি দেয়ার স্ট্যামিনায় মুগ্ধ হয়ে বাবা ভালোবেসে নাম রেখেছিলেন ডিগবাজি ।   ডিগবাজি সাহেবের স্ত্রী খুব একটা সুন্দরী নন , আবার কুৎসিতও নন । ডিগবাজি সাহেবের সাথে বেশ মানানসই বলা যায় । সবচেয়ে বড় কথা হলো তিনি খুব ভালো মানুষ । স্বামীর ইচ্ছা পূরণ করতে করতে ক্লান্ত তিনি ।   - কই সকালে কি খাবে বললে ন